অবশেষে মিললো কালীঘাটের কাকুর কণ্ঠস্বর

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বহু টানাপোড়েনের পর মুখ খুললেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু।

বহু মাস ধরে সুজয়কৃষ্ণের ঠিকানা ছিল এসএসকেএম হাসপাতাল। জোর তৎপরতার সাথে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। আর তারপরই ‘অসাধ্য-সাধন’। আগে থেকেই বিশেষজ্ঞ চিকিত্‍সক এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল সমস্ত বিষয়টি সঠিক ভাবে পরিচালনার জন্য তৈরি ছিল।

হাসপাতাল সূত্রে খবর, তিনটি বাক্য বলতে বলা হয় সুজয়কৃষ্ণকে। সেগুলি হল, ‘আপনার নাম কী?’, ‘আপনার স্ত্রীর নাম কী?’ এবং ‘আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না’। প্রথমে অসহযোগিতা করলেও পড়ে ভয়েস স্যাম্পল দেন সুজয়কৃষ্ণ। সূত্রের খবর এমনটাই।