‘অযোগ্যদের’ তলব সিবিআই-এর

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কড়া অ্যাকশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ‘অযোগ্য’ শিক্ষকদের এবার তলব করতে শুরু করল সিবিআই।

‘মেধা তালিকায় নাম নেই’, ‘পরীক্ষায় বসেন নি’, ‘কোথাও নাম নেই, কীভাবে চাকরি পেলেন?’, ‘কাকে টাকা দিলেন?’, এবার এইসব প্রশ্নের উত্তর খুঁজতে ‘অযোগ্য’দের তলব গোয়েন্দাদের। সূত্রের খবর, পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথি-সহ এদিকে সিবিআই এর দফতর নিজাম প্যালেসে তলব করা হয়েছে ‘অযোগ্য’দের।

নিজাম প্যালেসে তলব করা হয়েছে প্রায় ৪৩২৭ জন ‘অযোগ্য’কে। অযোগ্যদের মোট ৬টি তালিকা সিবিআইয়ের কাছে রয়েছে। এবার কী এই ‘অযোগ্য’দের জিজ্ঞাসাবাদ করে আরও কোনো বড় নাম সামনে আসতে চলেছে? উত্তর মিলবে সময় এলেই।