এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি এসি লোকাল ট্রেন চালুর দিনক্ষণ

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। প্রতিনিয়ত রেল যাত্রীদের সুবিধার্থে নিত্য নতুন পদ্ধতি গ্রহণ করছে রেল কতৃপক্ষ। পশ্চিমবঙ্গের রেলের শিয়ালদা ডিভিশনও এসি লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে। প্রাথমে পরীক্ষামূলকভাবে এসি ফার্স্ট ক্লাস কোচ চালানো হবে।

জানা যাচ্ছিল পুজোর আগেই পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হতে পারে রানাঘাট-শিয়ালদহ মাতৃভূমি মহিলা স্পেশাল ট্রেনে ফার্স্ট ক্লাস কোচের ব্যবহার। আরামদায়ক আসন, কুশন, কার্পেট, সুন্দর মেঝে, দেওয়ালে চিত্রকর্ম এবং উন্নত নান্দনিকতা এই কোচের অন্যতম বৈশিষ্ট্য।

গুঞ্জন শুরু হয়েছিল, আগামী ১৫ই অক্টোবর থেকেই মাতৃভূমি লোকালে যুক্ত হতে পারে এই ফার্স্ট ক্লাস কোচ। তবে সরকারি তরফে এখনো কিছু বলা হয়নি যে এই পরিষেবা আদৌ শুরু হবে কিনা। আদৌ কবে এই পাইলট প্রজেক্ট শুরু হয় এখন সেই দিকেই তাকিয়ে সবাই।