এবারের মিছিল হতে পারে লক্ষ মানুষ নিয়ে, বড় ঘোষণা অভিষেকের

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্ররাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। এই পরিস্থিতিতেই গত আগামী অক্টোবর দিল্লিতে ছিল তৃণমূলের ধর্না কর্মসূচী।

এরপর কলকাতায় ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমত হুঙ্কার ছাড়লেন। দুমাস পর মুখ্যমন্ত্রী এক লাখ লোক নিয়ে মিছিল করবেন দিল্লির রাজপথে, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের টাকা কেন্দ্র আটকে রেখেছে, তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে আগামী দিনে আরও তীব্র আন্দোলন হবে। 

অভিষেক জানান, যদি রাজ্যপাল দেখা না করেন তাহলে সেখান থেকেই পরবর্তী কর্মসূচির ঘোষণা করা হবে। প্রথমে একটি জমায়েত হবে রবীন্দ্র সদনে। সেখান থেকে ৪০ সদস্যের প্রতিনিধি দল রওনা দেবে রাজভবনের উদ্দেশ্যে।