চাপ বাড়ছে মানিকের ওপর

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।

আর এবার মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ তার নিজের ছাত্ররাই। ১৯৯৮ সাল থেকে যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষর দায়িত্বে ছিলেন মানিক ভট্টাচার্য। মামলাকারী ছাত্রদের দাবি নিয়ম ভেঙে পদে বসেছিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্য।

মামলাকারীদের আইনজীবীর দাবি কোনও কলেজের অধ্যক্ষর পদে বসতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির কমপক্ষে ১৫ বছর কোনও কলেজে অধ্যাপনার অভিজ্ঞতা থাকা চাই। তবে মানিক বাবুর ক্ষেত্রে মানা হয়নি নিয়ম। তাই যতদিন তিনি অধ্যক্ষ ছিলেন, সেই বেতন হিসাবে পাওয়া অর্থ ফেরত নেওয়ার দাবি জানিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে মামলা।