চালু হচ্ছে নয়া নিয়ম

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে। বকেয়া সম্পত্তি কর মেটানোর ক্ষেত্রে এবার নয়া নিয়ম চালু করতে চলেছে কলকাতা পুরসভা। এতদিন ধরে একটা বড় অংশের ছাড় মিলত। এবার জানা যাচ্ছে, আগামী আগস্ট মাস থেকে নয়া নিয়মে বকেয়া সম্পত্তি কর আদায় শুরু হবে।

ইতিমধ্যেই এই ‘ওয়েভার স্কিমে’র একটি রূপরেখা প্রস্তুত হয়ে গিয়েছে। এতদিন অবধি বকেয়া করের ছাড়ের বিষয়ে সুদের ওপর ৫০% ও জরিমানার ওপর ৯৯% ছাড় পাওয়া যেত। জানা যাচ্ছে, ছাড় দিয়ে যতখানি কর আদায় করা যাবে বলে আশা করা হয়েছিল তেমনটা হয়নি। বহু ক্ষেত্রে এখনও কর বাকি রয়ে গিয়েছে। সেই জন্য আগামী ১ আগস্ট থেকে এই নতুন পদ্ধতিতে কর আদায় শুরু হবে।

নতুন নিয়ম অনুযায়ী, যত দিন কর বকেয়া রয়েছে, জরিমানা এবং সুদের ওপর ছাড় তত কমবে। ২ কিংবা তার কম সময়ে বাকি থাকা কর মেটালে জরিমানার ওপর ৯৯% এবং সুদের ওপর ৫০% অবধি ছাড় মিলবে। জানা যাচ্ছে, জুন ও জুলাই মাসে অ্যাপ্লাই করলে এই সুযোগ মিলবে।