তদন্তের সময়সীমা বেঁধে দেওয়া হলো বিচারপতির তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেই মামলাতেই ভরা এজলাসে বিচারপতির ভর্ৎসনার মুখে ইডির ডেপুটি ডিরেক্টর। পাশাপাশি এদিন অভিষেক মামলার শুনানিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সময় বেঁধে দেন বিচারপতি সেন। ইডিকে ভর্ৎসনা করে বিচারপতির নির্দেশ, ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে হবে। এদিন শিক্ষক দুর্নীতি মামলা শেষ করার জন্য ইডিকে ৮৭ দিন সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট।