তল্লাশি চলছে বাঁকুড়ায়

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত কয়েক মাস ধরে রাজ্যের একাধিক জায়গায় জোর তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

ইডি-সিবিআই থেকে শুরু করে আয়কর দফতর। এরই মধ্যে নয়া বছরে ফের জোড়া কেন্দ্রীয় সংস্থার হানা। তল্লাশি চলেছে এক ব্যবসায়ীর দোকান ও গুদামে। বাঁকুড়ার সারেঙ্গার এক দোকানে প্রথমে জিএসটির খড়গপুর বিভাগের একটি দল হানা দেয়।

সেই তল্লাশির পর ফের সেল ট্যাক্স বিভাগের কয়েকজন আধিকারিক পৌঁছে যায় সেই একই দোকানে। জানা গিয়েছে, তল্লাশি চলাকালীন দোকানের একাধিক নথিপত্র খতিয়ে দেখেন আধিকারিকরা। জিএসটি ও সেল ট্যাক্স ফাঁকি দেওয়ায় সেই কারচুপির কারণেই এই তল্লাশি।