নতুনভাবে সেজে উঠবে রাজ্যের উত্তরবঙ্গ

রাজ্যের উত্তরবঙ্গের বুকে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। অমৃত ভারত প্রকল্পের অধীনে চলছে স্টেশন আধুনিকীকরণের কাজ। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব সম্প্রতি সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখার জন্য পরিদর্শন করলেন একাধিক স্টেশন।

আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত জলপাইগুড়ি রোড, ধুপগুড়ি ও নিউ কোচবিহার জং. স্টেশন-এর অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। উল্লেখ্য, ৬ আগস্ট, ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা দেশের ৫০৮ টি রেলস্টেশনকে আধুনিকীকরণের সূচনা করেন।

অমৃত ভারতের অধীনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ৯১টি স্টেশন সহ উত্তরবঙ্গের ২৬টি স্টেশনকে এই প্রকল্পের অধীনে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। স্টেশন আধুনিকীকরণের পাশাপাশি যাত্রীদের জন্য একাধিক সুযোগ-সুবিধা আনছে রেল।