আগামী মাস থেকেই শুরু হবে দুয়ারে সরকার প্রকল্প

বড় খুশির খবর রাজ্য সরকারের তরফে। এবার আসন্ন পুজোর আগেই ফের রাজ্যে শুরু হচ্ছে সরকারের জনপ্রিয় কর্মসূচি “দুয়ারে সরকার”। ইতিমধ্যেই নবান্নের তরফে জানানো হয়েছে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারের সরকারের কাজ, ১৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সাধারণ মানুষ।

তারপরে ১৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত সময়সীমা রাখা হচ্ছে পরিষেবা প্রদানের জন্য। এবারে মোট ৩৫ টি পরিষেবা প্রদান করা হবে। আগের বারে মোট ৩৩ টি পরিষেবা প্রদান করা হয়েছিল। মূলত, সপ্তম পর্যায়ের এই কর্মসূচিতে এবারই প্রথম দুয়ারে সরকারের ক্যাম্প থেকে পরিযায়ী শ্রমিকদের নামও নথিভুক্ত করা যাবে বলে জানা গিয়েছে।

পাশাপাশি, করা যাবে বার্ধক্য ভাতার আবেদনও। ১ মাস ব্যাপী চলা এই কর্মসূচীতে ছুটির দিনে ও রবিবারে কোনো আবেদন গ্রহণ করা হবে না। উল্লেখ্য যে, ৫ মাসের ব্যবধানেই এবার পরবর্তী দুয়ারে সরকারের জন্য নির্দেশিকা জারি করল নবান্ন।