আসন্ন পূজার আগেই বিরাট সুখবর আসতে চলেছে রাজ্যের শিক্ষকদের জন্য

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্যের সরকারি শিক্ষকদের জন্য বিরাট সুখবর। পুজোর আগেই হাসি ফুটতে পারে তাদের মুখে।

এবার রাজ্যের স্কুল শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে সরকার। খুব শীঘ্রই স্কুল শিক্ষকদের বেতন পরিকাঠামো তৈরি সহ একাধিক বিষয়কে পুনর্গঠনের জন্য এক নতুন শিক্ষানীতি চালু করতে চলেছে রাজ্য। রাজ্যের মন্ত্রিসভার বৈঠকেও আলোচনা হয়েছে।

রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের পড়ানোর মান বিবেচনা করে মানদণ্ড অনুযায়ী তাদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে। তবে, শুধুমাত্র রাজ্যের পার্শ্বশিক্ষক ও শিক্ষিকা অর্থাৎ প্যারাটিচারদের বেতন বৃদ্ধি করতে উদ্যোগী হয়েছে রাজ্য। একাংশের মতে, রাজ্যের এই সিদ্ধান্তে বহু শিক্ষক শিক্ষিকার মন ভাঙতে পারে।