আসন্ন পূজা নিয়ে রাজ্যের পরিবহণ দফতরের তরফে বড় চমক

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই আসন্ন পুজোর আগে সাধারণ মানুষের কথা চিন্তা করে অসাধারণ পুজো প্যাকেজ নিয়ে আসল রাজ্যের পরিবহন দপ্তর।

WBTC এর পক্ষ থেকে সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন পুজো মন্ডপ ঘুরে দেখানোর জন্য ব্যবস্থা করা হয়েছে বিশেষ বাসের। সকাল আটটার সময় এই বাস ছাড়বে ধর্মতলা থেকে। এই বাস ঘুরে দেখাবে শোভাবাজার রাজবাড়ি, বেহালা রায় বাড়ি, বেলুড় মঠ-সহ একাধিক বনেদি বাড়ির পুজো। মাথা পিছু লাগবে ১৯০০ টাকা।

দর্শনার্থীরা দেখতে পারবেন একডালিয়া, সিংহী পার্ক, বাদামতলা, কলেজ স্কোয়ার, বাগবাজার- সহ শহরের একাধিক পুজো মণ্ডপ। এই বাস ছাড়বে বারাসত কলোনি মোড়, ডানলপ মোড় এবং ব্যারাকপুর থেকে। এক্ষেত্রে মাথাপিছু ভাড়া ধার্য করা হয়েছে ৪৫০ টাকা। অফলাইন ও অনলাইন দুই পদ্ধতিতেই বুক করা যাবে বাস। ৯৮৩০১৭৭০০০ – এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বিশদ জানতে পারেন।