তদন্তের মাঝেই রাজ্যের বিরোধী দল নেতাকে আক্রমণ জীবনকৃষ্ণর

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে  চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিক নেতা মন্ত্রীর। এই পরিস্থিতিতে দুর্নীতির অভিযোগে জেলবন্দি মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, গ্রেফতার হন সিবিআইএর হাতে।

তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালতের সাফ বক্তব্য, এখনই তার জামিন হাতে আসার কোনও সম্ভাবনা নেই। এদিকে জীবনকৃষ্ণর মুখেই উঠে এল হেভিওয়েট এক নাম। তিনি বলেন, “কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতা আছে, তারা প্রমাণ করতে পারছে না। এর আগে আপনারা তো দেখেছেন খবরের কাগজে মুড়ে টাকা নেওয়ার ছবি।

তাকেই তো ধরতে পারছে না। সেটা আগে তদন্ত করতে বলুন। নাম না করে শুভেন্দুকে জোর আক্রমণ শানান নেতা। স্পষ্ট ভাষায় বিধায়ক বলেন, যার ফোন সিবিআই দপ্তরে আসে বারেবারেদেখুন আপনারা তদন্ত করুন, পেয়ে যাবেন। এভাবেই নারদা ইস্যু তুলে নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা করেন জীবনকৃষ্ণ।