বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর বলছে আগামী দিনে গরমের তীব্রতা আরও বৃদ্ধি পাবে। পড়ুয়াদের কথা মাথায় রেখে তাই স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে যেখানে পশ্চিমবঙ্গে আগামী ২২ এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হচ্ছে, সেখানে গত ১৫ই এপ্রিল থেকে বিহারের স্কুলে শুরু হয়েছে গরমের ছুটি। বিহারের শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিবকে পাঠকের দফতর এই ছুটি চলাকালীন শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে আসতে বলেছে।
বলা হয়েছে পড়াশোনায় যে পড়ুয়ারা দুর্বল তাদের বিশেষ ক্লাস নিতে হবে শিক্ষক-শিক্ষিকাদের এই সময়টাতে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব স্কুল গরমের ছুটিতে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে।