নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরেও যে সকল অযোগ্য প্রার্থীরা ইস্তফা দেননি, তাঁদের বিরুদ্ধে সিবিআইকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
এদিন গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি পর্বে বিচারপতি বসু সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন, যাঁরা ওএমআর শিট বিকৃত করে চাকরি পেয়েছেন তাঁদের দায় কি কিছু কম? এদিকে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী জানান, যে OMR শিট বিকৃত করা হয়েছিল, তাদের মধ্যে ১৬৯৮ জনকে বেআইনিভাবে সুপারিশপত্র পাঠিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। তার মধ্যে ১৬৯৪ জনের কাছে সুপারিশপত্র পৌঁছেছে।
এর পরই সিবিআই-এর উদ্দেশে বিচারপতির প্রশ্ন, ‘‘এদের বিরুদ্ধে কেন এখনো মামলা করা হচ্ছে না? এদের নোটিশ পাঠান। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদের ইস্তফা দিয়ে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিলেন। তার পরও যাঁরা ইস্তফা দেননি, তারাও এই ষড়যন্ত্রে সামিল বলে ধরে নেবে আদালত।’’
সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পর অনেকেই ইস্তফা দিয়েছেন। তবে যাঁরা এখনও ইস্তফা দেননি, তাদের কী করতে হবে তা আমরা জানি। এর পরই বিচারপতি বসু বলেন, ‘যে ১৬৯৮ জনের কাছে সুপারিশপত্র গিয়েছে তাঁরা নিজেদের নির্দোষ প্রমাণ করতে না পারলে টাকাও যাবে, জেলেও যাবে।’