সম্প্রতি এক বড় দুর্ঘটনার সম্মুখীন হন নিশীথ প্রামাণিক, এবার নিশীথের কনভয়ে হামলার ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সুর এবার মিলে গেল। তাঁরা প্রত্যেকেই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি তুলেছেন। অবিলম্বে রাজ্যে ৩৫৬ ধারা জারি করে রাষ্ট্রপতি জারি করা হোক, বা আইনশৃঙ্খলা ইস্যুতে জারি করা হোক ৩৫৫ ধারা, এই দাবিতেই সরব হয়েছেন তাঁরা।
উল্লেখ্য কোচবিহারের দিনহাটায় নিশীথের উপর হামলার ঘটনাকে ‘শোচনীয়’ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আনন্দ বোস জানিয়েছেন তিনি নিশীথের সঙ্গে কথা বলেছেন এবং সংস্কৃতির মাটি বলে পরিচিত বাংলায় এই হামলা উদ্বেগজনক ঘটনা বলেই তিনি মনে করছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখা উচিত পুলিশ প্রশাসনের কর্তাদের। শনিবার দিনহাটার বুড়িরহাট অঞ্চলে জনসংযোগ কর্মসূচিতে গিয়েছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
অভিযোগ তাঁর কনভয়ের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনকী বোমা, গুলি ছোঁড়া হয় বলেও অভিযোগ করেছেন নিশীথ। নিশীথের অভিযোগ তাঁকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন দিনহাটার বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। আগামী দিনে আইনশৃঙ্খলা ইস্যুতে রাজভবন কোনও অ্যাকশন নেয় কিনা সেটাই দেখার।