বড় মন্তব্য কর্ণাটকের মুখ্যমন্ত্রীর

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কর্ণাটকের রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে সপ্তম বেতন কমিশন জারির দাবি করে আসছিলেন।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কর্মচারীদের উদ্দেশ্যে বার্তা, কেন্দ্রীয় হারেই তো রাজ্য সরকার মহার্ঘ ভাতা দিয়ে থাকে। যদিও কর্নাটকে এখনো পশ্চিমবঙ্গের মতো ষষ্ঠ বেতন কমিশন চালু রয়েছে। বেতন এবং ডিএ-র হার সংশোধনের দাবি বহুদিনের কর্নাটকের রাজ্য সরকারি কর্মচারীদের।

বিগত বিজেপি সরকারের আমলেই প্রাক্তন আমলা সুধাকর রাওয়ের সভাপতিত্বে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়। কর্ণাটকের বর্তমান সরকার দ্বিতীয় দফায় সেই কমিশনের মেয়াদ বৃদ্ধি করেছে। ২০২৪ সালের ১৫ মার্চ এই কমিশনের মেয়াদ করা হয়েছে।