পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে, প্রতীক্ষার অবসান ঘটবে খুব শীঘ্রই। শুরু হবে পরিষেবা। মেট্রো কতৃপক্ষের পক্ষ থেকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড-সহ ইস্ট-ওয়েস্ট মেট্রোর সব স্টেশনের ভাড়ার তালিকা প্রকাশ করা হল। ইস্ট-ওয়েস্ট মেট্রো ছুটে যাবে জোড়া সুরঙ্গের পেট চিরে।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই ব্যাপারে জানিয়েছেন, ‘‘খুব শীঘ্রই মেট্রো হাওড়া ময়দান পর্যন্ত চালু হবে। হাওড়া থেকে রুবি বা দক্ষিণেশ্বর যেতে কত লাগবে, তার ভাড়ার তালিকা প্রকাশ করা হল।’’ পরিষেবা শুরুর পর মেট্রো পরিষেবা মিলতে পারে প্রতি ১৫ মিনিট অন্তর।
মেট্রোর প্রাথমিক পরিকল্পনা সকাল সাত’টা থেকে রাত ন’টা পর্যন্ত পরিষেবা দেওয়ার। প্রসঙ্গত, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের জোড়া সুরঙ্গ নির্মাণ করা হয়েছে নদীর উপরের জলস্তর থেকে ৩৩ মিটার নিচে।