বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গে সদ্যই শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য এসেছে বিরাট খবর। পূর্ব রেলের মূখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, যাত্রীদের সুবিধার্থে একাধিক প্রকল্প আনতে চলেছে ভারতীয় রেল।

ট্রেনের গতি বাড়ানোর পাশাপাশি বাড়বে ট্রেনের সংখ্যাও। পাশাপাশি লোকাল ট্রেনের কোচের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ট্রেনের কোচ বাড়ানোর কারণে নিত্যযাত্রীদের আর ভিড়ে ঠেলাঠেলি করতে হবেনা। এবার থেকে শিয়ালদহ শাখায় চলবে ১২ কামরার লোকাল ট্রেন।

পাশাপাশি শিয়ালদহ স্টেশনে আরও পাঁচটি প্লাটফর্মও বাড়ানো হবে। এছাড়াও শিয়ালদহ শাখায় প্রায় ১০০টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। অর্থাৎ, শিয়ালদহ শাখায় খুব শীঘ্রই ২৪৪টি লোকালের পরিবর্তে ৩৬৪টি লোকাল চলাচল করবে।