বর্তমান দিনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা হয়ে উঠেছে ভারত

যত সময় এগিয়ে চলেছে ততই প্রযুক্তির দিকে এগিয়ে চলেছে ভারত। বর্তমান অবস্থায়, বাকি সব দেশকে টক্কর দিয়ে ধীরে ধীরে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা হয়ে উঠেছে। ভারত সরকার ফোন উৎপাদনের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। কনজিউমার ইলেকট্রনিক্স আইটেমসও দেশীয় এবং স্থানীয়ভাবে তৈরি হচ্ছে। ভারত গত এক বছরে ৮৫,০০০ কোটি টাকার মোবাইল রপ্তানি করেছে।

এমতাবস্থায়, ২০২৩ সালে এই রপ্তানির পরিমান ১ লক্ষ কোটি টাকা অতিক্রম করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক্ষ্য নির্ধারণ করেছেন যে, রপ্তানির নিরিখে আগামী বছর ৫ টি উৎপাদিত পণ্যের মধ্যে মোবাইল ফোনকেও অন্তর্ভুক্ত করতে হবে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। পাশাপাশি চালু করা হয়েছে “প্রোডাকশন লিংকড ইনসেনটিভস” স্কিম।

পাশাপাশি, ভারতে বিক্রি হওয়া সমস্ত মোবাইল ফোনের ৯৭ শতাংশ দেশীয়ভাবে তৈরি। শুধু তাই নয়, ২০২৭ সালের মধ্যে Apple-এর ৪৫-৫০ শতাংশ মোবাইল ফোন শুধুমাত্র ভারতেই তৈরি হবে। iPhone 12 থেকে 14 Plus মডেলগুলিও ভারতে তৈরি হচ্ছে।