বেহালার দুর্ঘটনা প্রসঙ্গে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এর পরেই সৌরনীলের মৃত্যুর পর বেহালার রাস্তার চিত্র বদলে গেছে অনেকটা। বেহালার বিভিন্ন অংশে বসেছে পুলিশ পিকেট। বিভিন্ন ক্রসিংয়ে লাগানো হয়েছে ড্রপ গেট। এই পরিস্থিতিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ সংক্রান্ত মামলায় উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট।

জাতীয় সড়কের যত্রতত্র কাটআউট নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিল উচ্চ আদালত। গত শুক্রবার সকালে বেহালার ডায়মন্ড হারবার রোডে মর্মান্তির দুর্ঘটনায় মৃত্যু হয় সাত বছরের খুদে পড়ুয়া সৌরনীল সরকারের৷ তাকে পিষে দিয়ে যায় মাটি বোঝাই গাড়ি৷

এই সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চ বলেন, রাস্তার দুধারে ছড়িয়ে থাকে অপরিকল্পিতবেআইনি কাটআউটের জন্যেও পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এই ধরনের সমস্ত কাটআউট অবিলম্বে বন্ধ করার পাশাপাশি নতুন করে যাতে বেআইনি কাটআউট তৈরি না হয় সেদিকেও স্থানীয় প্রশাসনকে নজর রাখতে হবে৷