ভ্ৰমণপ্রেমীদের জন্য বড় সুখবর বন দফতরের তরফে

এবার ভ্ৰমণপ্রেমীদের জন্য বড় সুখবর। পর্যটকদের জন্য ভালো খবর এনেছে রাজ্যের বন দফতর। এবার থেকে সুন্দরবন গেলেই ট্যুর প্ল্যানের তালিকায় থাকতে চলেছে ঝড়খালি পার্ক। পর্যটকদের আকর্ষণের জন্য এই পার্কে বন্যপ্রাণীর সংখ্যা বাড়াতে চলেছে রাজ্যের বন দফতর।

ঝড়খালি ওয়াইল্ড অ্যানিমেল পার্কে বেশ কিছু পাখি, বন বিড়াল, বাঘরোল, সুন্দরবনের সাপ রাখার ব্যবস্থা করা হচ্ছে, পার্কের ভেতরে আলাদা খাঁচারও ব্যবস্থা করা হচ্ছে। পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তুলতেই এই আয়োজন বলে বন দফতরের তরফে জানানো হয়েছে।

তবে এখানেই শেষ নয় দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে বাঘেদের চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণ করা হবে বলেও জানা গেছে। সেই হাসপাতালের নামকরণ করা হয় টাইগার রেফারেল সুপার স্পেশালিটি হাসপাতাল। এই হাসপাতালে পশুদের চিকিৎসার জন্য আধুনিক চিকিৎসা সরঞ্জাম ব্যবস্থাও করা হবে। এই ব্যবস্থার ফলে স্থানীয় সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।