মূল মাথা প্রাক্তন শিক্ষামন্ত্রী, দাবি ইডির

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ইডির পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও এই পার্থ চট্টোপাধ্যায়কেই নিয়োগ দুর্নীতি মামলায় মূল মাথা বলে আদালতে দাবি করেছে।

আদালতে সিবিআই এর দাবি, পার্থ চট্টোপাধ্যায় ‘পিকচারে’ থাকতেন না। তার বদলে পর্দার আড়াল থেকে মূল কলকাঠি নাড়তেন। আদালতে সিবিআই জানায়, নিয়োগে দুর্নীতির সমস্ত বিষয়টার নিয়ন্ত্রণ থাকত পার্থর হাতে।

তার কথা মেনেই সকলকে কাজ করতে হতো। যদি কেউ তাতে আপত্তি জানাত তাহলেই তড়িঘড়ি তাকে পদ থেকে সরিয়ে দিতেন পার্থ। সিবিআই এর দাবি সুকৌশলে পার্থ এমনভাবে সব কাজ করতেন যাতে সব কিছুর নিয়ন্ত্রণ থাকতেও তাকে ছবিতে আসতে না হয়।