বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ফের ৪% ডিএ বৃদ্ধি করেছে মোদী সরকার।
যার ফলে এবার থেকে ৫০ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। জানুয়ারি মাস থেকে বর্ধিত ডিএ পাবেন সরকারি কর্মীরা। ইতিমধ্যেই সেই ডিএ ঢুকে গিয়েছে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। মার্চের শেষে যে বেতন মিলেছে তার সঙ্গে ৫০ শতাংশ ডিএ যুক্ত ছিল।
পাশাপাশি জানুয়ারি এবং ফেব্রুয়ারির বর্ধিত ডিএ-ও বেড়েছে। সব মিলিয়ে রীতিমতো লটারি লেগেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। তবে এখানেই শেষ নয়, পকেটে মোটা টাকা ঢোকার পাশাপাশি সামনেই তাদের ৬ ধরনের ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র।