সই না থাকায় পিছিয়ে গেলো মামলার শুনানি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেই মামলার শুনানির শুরুতেই ত্রুটি ধরা পড়ল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ জানায়, আবেদনপত্রে অভিষেকের সই নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে আবেদনপত্রে সই রয়েছে তার বাবা অমিত বন্দ্যোপাধ্য়ায়ের।

যদি কখনও মামলাকারী সই না করতে পারে তাহলে তার পরিবর্তে আবেদনকারীর বাবা বা মা সই করতে পারেন। তবে, সেক্ষেত্রে মামলাকারীকে সম্মতিসূচক চিঠি বা অথরাইজেশন লেটার দিতে হয়। অভিষেকের মামলার ক্ষেত্রে সেই চিঠি না থাকায় শুরু হয়নি শুনানি। ত্রুটি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।