৮৯ তম ত্রিমূর্তি শিব জয়ন্তী উদযাপন

৮৯ তম ত্রিমূর্তি শিব জয়ন্তী সেলিব্রেশন। বিশ্ব শান্তি কামনার লক্ষ্যে বুধবার সকালে জলপাইগুড়ি শহরে এক বর্ণাঢ শোভাযাত্রার আয়েজন প্রজাপিতা ব্রহ্মাকুমারী সেন্টারের তরফে। এদিন সকালে জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া ব্রহ্মাকুমারী সেন্টারে যোগ মেডিটেশনের পাশাপাশি শিববাবার পতাকা উত্তোলন  অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়। হলদিবাড়ি, জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে এই র‍্যালি ও অনুষ্ঠানে সেন্টারের শতাধিক ভাই-বোন অনশগ্রহণ করেন।