বড়জোড়ার মানাচর এলাকা বন্যায় প্লাবিত

নিম্নচাপ সরে গেছে, বৃষ্টির দেখা নেই- তারপরেও ডিভিসি কর্তৃপক্ষের তরফে দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জলে বড়জোড়ার মানাচর এলাকায় বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে। ডিভিসি কর্তৃপক্ষের তরফে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বুধবার দুপুর ১২ টায় নদীবক্ষে ২ লক্ষ ৫১ হাজার ৬০০ কিউসেক জল ছাড়া হয়েছে।

দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় দামোদর তীরবর্ত্তী বড়জোড়ার মানাচর এলাকা প্লাবিত। চাষের জমি জলের তলায়, এমনকি রাস্তাঘাট জল ডুবে আছে, পাশাপাশি বেশ কিছু বাড়িতে জল ঢুকে গেছে বলে স্থানীয়দের তরফে জানানো হয়েছে।