তিস্তা নদীর চরে ফের দেখা মিলল বুনো হাতির দলের

তিস্তা নদীর চরে ফের বুনো হাতির দল। জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এসেছে শতাধিক বুনো হাতি। সোমবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের রংধামালি, চাত্রারপাড় পেরিয়ে পাহারপুর গ্রাম পঞ্চায়েতের ছোট চৌধুরিপাড়া এলাকায় ঢুকে পড়ে‌ছে হাতির দল। স্থানীয় বাসিন্দারা ভোরের দিকে বিশাল হাতির দলটিকে দেখতে পান। সঙ্গে রয়েছে কয়েকটি শাবক হাতি। তিস্তার চর সংলগ্ন এলাকায় হাতির দল ঢুকে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দা‌দের মধ্যে। বুনো হাতিদের দেখার জন্য অসংখ্য মানুষের ভিড় জমে যায় তিস্তা চর এলাকায়। খবর পেয়ে ঘটনা‌স্থলে ছুটে আসে বন বিভাগের কর্মী ও আধিকারিকরা। মানুষ‌কে সাবধান করছেন তারা।

জানা গেছে, রবিবার গভীর রাতেই হাতির দলটি বৈকুন্ঠপুর জঙ্গল থেকে তিস্তা পাড়ে চলে আসে। সোমবার সকাল থেকে তিস্তা নদীর পাড়ে ঘুরে বেড়ায় তারা। দিনের আলো থাকায় তাদের জঙ্গলে ফেরানো সম্ভব হয়নি। এজন্য হাতির দলটির গতিবিধির ওপর সর্বক্ষণ নজর রেখে চলেছেন বনকর্মীরা। হাতির দলটি লোকালয়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটায় সেদিকে লক্ষ্য রাখছেন তারা। এদিকে সকাল থেকে হাতির দলকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ভোরে‌র দিকেই তারা খাবারের খোঁজে গ্রামে হানা দিয়েছিল বলে মনে করছেন স্থানীয় গ্রামবাসীরা। বনকর্মীদের সন্দেহ বৈকুন্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে হাতির দলটি তিস্তা নদীর চরে আশেপাশে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে।