শিলিগুড়িতে উদ্ধার একটি সাত ফুটের শঙ্খিনী সাপ

শিলিগুড়ি:- বুধবার সাত সকালে উদ্ধার হলো একটি সাত ফুটের শঙ্খিনী বা শাঁখামুঠি সাপ।এদিন ফুলবাড়ি সংলগ্ন পুটিমাড়ি এলাকার একটি পুকুরে মাছ ধরার জালে আটকে পড়েছিলো সুন্দরী এই সাপটি।সকালে পুকুরের মধ্যে জীবন্ত অবস্থায় সাপটিকে জালে আটকে থাকতে দেখা যায়।। অবশেষে স্থানীয়রায় শঙ্খিনী নামের এই সাপটিকে জাল কেটে সুস্থ অবস্থায় উদ্ধার করে বনজঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

সাধারণত জানাজায় শাঁখামুঠি সাপ বিষধর হলেও এটি খুব সুন্দর ও শান্ত প্রকৃতির হয়। শাঁখামুঠি সাপ সাধারণত অন্যান্য সাপেদের খেয়েই বেঁচে থাকে।দেখতে অতি সুন্দর ও চমৎকার নানা রঙে সজ্জিত এই সাপটির মাথা আকারে বেশ বড়, সারা শরীরজুড়ে পরপর কালো ও হলুদ ডোরাকাটা দাগ। বিষধর এ সাপটির নাম শঙ্খিনী।এটি মূলত ইলাপিডি গোত্রের বিষাক্ত সাপ।

যার ইংরেজি নাম ব্যান্ডেড ক্রেইট এবং বৈজ্ঞানিক নাম বাঙ্গারাস ফ্যাসিয়াটাস।এই সাপটি অত্যন্ত লাজুক প্রকৃতির সাপটি বিষধর হলেও সহজে মানুষকে দংশন করে না।। বিপদ বুজতে পারলে নিজেকেই গুটিয়ে নিয়ে নিজের জীবন রক্ষা করে।। তাই কোথাও এই সাপকে দেখতে পেলে প্রাণে মারবেন না নিরাপদ আশ্রয়ে ছেড়ে দিয়ে প্রাণ রক্ষা করুন।।।