যশোর রোডে গেঞ্জির কারখানায় ভয়াবহ আগুন

দমদমের নাগেরবাজার সংলগ্ন এলাকায় যশোর রোডের উপর অবস্থিত একটি গেঞ্জির কারখানায় ভয়াবহ আগুন। দমকলের ২০টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দমকল সূত্রে খবর, যে কারখানাটিতে আগুন লেগেছে, কোনও কর্মী সেখানে আটকে নেই। সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই কারখানাটি নাগেরবাজারে সরোজিনী নাইডু কলেজের ঠিক পাশেই অবস্থিত। এই কারখানাটির পাশে একটি বেসরকারি আইসক্রিম সংস্থার গুদাম রয়েছে। প্রথমে বিস্ফোরণের শব্দ সেখানেই শুনতে পান স্থানীয়েরা। এর পরই দেখা যায় আগুন।

দমকলের আধিকারিকদের প্রাথমিক অনুমান, বাতানুকূল যন্ত্র থেকেই আগুন লেগে থাকতে পারে। ক্রমে তা কারখানাটিতে ছড়িয়ে পড়ে। দমকলকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছয় ৩টে ৪০ মিনিট নাগাদ। তার পর আগুন নেভানোর কাজ শুরু হয়। এই মুহূর্তে ২০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। দমকলকর্মীদের সঙ্গে স্থানীয়েরা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। যে কারখানাটিতে আগুন লেগেছে, তার পাশে একটি বিয়েবাড়ি, ওষুধ, আসবাবপত্রের গুদাম এবং আরও একটি গেঞ্জির কারখানাও রয়েছে। বেশির ভাগ গুদামেই দাহ্যপদার্থ থাকায় আগুনটি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দমকলের তরফ থেকে জানানো হয়েছে, তারা ৩টে ৪০ মিনিট থেকে আগুন নেভানোর কাজে হাত দিয়েছে।