বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ক’দিন হল জেল থেকে ঘরে ফিরেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
টানা প্রায় দু’বছর রাজনীতি থেকে দূরে থাকলেও জেলায় ফিরেই ট্র্যাকে ফিরেছেন কেষ্ট। তবে কেষ্ট জেল থেকে ফেরার পর থেকেই ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কোর কমিটির কাজল শেখের সঙ্গেও তাকে দেখা যায়নি একবারও।
এরই মধ্যে শোনা যাচ্ছে বীরভূমের সংগঠনের দিকে এবার বিশেষ নজর দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ চাইছেন বীরভূম জেলার সংগঠন কোর কমিটির হাতেই থাকুক। জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডল যেন কোর কমিটিকে সঙ্গে নিয়ে চলেন এমনটাই চাইছেন নেতা।