অ্যালাইফের নতুন উদ্যোগ: পশ্চিমবঙ্গের বাজারে গন্ধরাজ-নিম সাবান

এডব্লিউএল অ্যাগ্রি বিজনেস লিমিটেড পশ্চিমবঙ্গে তাদের পার্সোনাল কেয়ার পণ্যের তালিকায় যোগ করল নতুন ‘অ্যালাইফ গন্ধরাজ ও নিম সাবান’। প্রাকৃতিক উপাদানে তৈরি এই সাবান গন্ধরাজ লেবুর সতেজতা ও নিমের জীবাণুনাশক গুণের সমন্বয়ে ত্বকের যত্নে এক নতুন অভিজ্ঞতা এনে দেবে।

উল্লেখ্য, আদানি উইলমার লিমিটেড-এর নতুন নাম এডব্লিউএল অ্যাগ্রি বিজনেস লিমিটেড।
বাজার ধরতে অ্যালাইফ চালু করেছে বিস্তৃত বিজ্ঞাপন প্রচার – টিভি, ডিজিটাল মাধ্যম, প্রেক্ষাগৃহ ও মাঠপর্যায়ে।

এই নতুন সাবান এখন রাজ্যের বিভিন্ন খুচরো দোকান ও অনলাইন প্ল্যাটফর্মে উপলব্ধ। সংস্থার বক্তব্য, এই পণ্য রাজ্যের ঐতিহ্য ও উপভোক্তাদের চাহিদা অনুযায়ী বিশেষভাবে নির্মিত।