কাঁঠাল ধুরা চা বাগান থেকে আটক একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ

গতকালকের পর আজকেও সকাল নাগাদ নাগরাকাটার, কাঁঠাল ধুরা চা বাগানের একটি প্রাথমিক স্কুলের ঢিল ছড়া দূরত্বেই খাঁচা বন্দি হলো পূর্ণবয়স্ক চিতা বাঘ। জানা যায় শনিবার ভোর নাগাদ সেই পূর্ণবয়স্ক চিতা বাগ্টি বনদপ্তর এর পাতানো খাঁচায় খাঁচা বন্দী হয়। প্রসঙ্গত গত শনিবারও কাঁঠাল ধুরা চা বাগানের ১৬ নাম্বার সেকশন থেকে একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ বনদপ্তর এর পাতানো খাঁচায় খাঁচা বন্দী হয়। আর সেই চিতা বাঘটিকে উদ্ধার করে গরু মারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। আর তার রেশ কাটতে না কাটতে আবারো।

শনিবার ভোর নাগাদ আবারো একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ খাঁচা বন্দী হয়। চিতা বাঘ খাঁচা বন্দী হওয়ার খবর খুনিয়া রেঞ্জের বন কর্মীদের কাছে পৌঁছালে বনকর্মীরা ঘটনাস্থলে এসে সেই চিতা বাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।  যদিও এভাবেই প্রতিনিয়ত বাঘের গর্জন এবং খাঁচা বন্দি হওয়ার ফলে আতঙ্ক ছড়িয়েছে শ্রমিক মহল্লায়। শ্রমিকদের দাবি বিগত বেশ কিছুদিন ধরে তিনটি বাক আমরা চা বলায়ের লক্ষ্য করেছিলাম দুটিকে বনদপ্তর খাঁচা বন্দী করলেও একটি এখন অধরাই রয়েছে।

তবে এই বিষয় চা বাগানের ম্যানেজার প্রদীপ বিশ্বাস বলেন, বেশ কিছুদিন ধরে এই চা বাগানে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ছে তাই শ্রমিকরা কাজে আসতে ভয় করছে। শ্রমিকদের কথা অনুযায়ী উনারা তিনটি বাক্যে লক্ষ্য করেছে তার মধ্যে দুটি খাঁচা বন্দি হয়েছে আবারও একটি চা বাগানের মধ্যেই রয়েছে। আমি বনদপ্তর এর কাছে অনুরোধ করছি। এই বাকটি কেউ যদি খাঁচা বন্দি করতে পারে। তাহলেই বাগানের শ্রমিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে।