ঘন কুয়াশার সুযোগ নিয়ে দিনহাটার নারায়ণগঞ্জে ভারত-বাংলাদেশে সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা। বিএসএফের বাধার মুখে পড়ে আক্রমণ চালায় দুষ্কৃতীরা। ইটের ঘায়ে আহত হন এক বিএসএফ জওয়ান। জওয়ানদের পালটা তৎপরতায় বাংলাদেশ সীমান্তে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে।
কোচবিহার জেলাজুড়ে ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। অনুমান, সেই সুযোগ নিয়ে একদল দুষ্কৃতী সোমবার রাতে গরু পাচারের চেষ্টা করে। তা দেখতে পেয়ে বাধা দেয় বিএসএফের ৯০ ব্যাটেলিয়নের জওয়ানরা। বাধা পেয়ে সঙ্গে থাকা ইট, পাথর দিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় আহত হন এক জওয়ান। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে বাধা পেয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
কোচবিহারে ভারত-বাংলাদেশ সীমান্তের অনেকাংশে রয়েছে নদীপথ। সেই এলাকা দিয়ে অনুপ্রবেশ ঘটে বলে অভিযোগ। ইদানিংকালে, কোচবিহারের মেখলিগঞ্জের তিন বিঘা সংলগ্ন এলাকায় এলাকায় বিএসএফ কাঁটাতার বসাতে গেলে বাধা দেয় বিজিবি ও বাংলাদেশি নাগরিকরা। একই ঘটনা ঘটে মালদহের সুখদেবপুরেও। এই আবহে ফের দিনহাটা এলাকা দিয়ে গরু পাচারের চেষ্টা ও বিএসএফ জওয়ানের আহত হওয়ার ঘটনা কোচবিহার সীমান্তে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।