সরকারের তরফে বড় ঘোষণা, চলতি মাসে রেশন মিলবে অতিরিক্ত

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।

এবার রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের তরফ থেকে রেশন গ্রাহকদের উদ্দেশে বড় ঘোষণা। আগস্ট মাসে কিছু কিছু ক্ষেত্রে রেশনে অতিরিক্ত সামগ্রী পাওয়া যাবে। শুধু তাই নয়, এই মাসে আপনার কার্ডে কত খাদ্য সামগ্রী পাবেন সেটা পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দফতরের তরফ থেকে রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে।

AAY Ration Card: এই কার্ডের গ্রাহকরা চলতি মাসে তাঁরা ২১ কেজি চাল, ১৪ কেজি গম কিংবা ১৩ কেজি ৩০০ গ্রাম আটা ফ্রি-তে পাবেন। সেই সঙ্গেই ১ কেজি চিনিও পাবেন এই কার্ডের গ্রাহকরা। PHH এবং SPHH Ration Card: যে সকল উপভোক্তার এই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তাঁরা এই মাসে মাথাপিছু ৩ কেজি করে চাল, ২ কেজি গম কিংবা ১ কেজি ৯০০ গ্রাম আটা ফ্রি-তে পাবে।