জলপাইগুড়ির বেলাকোবা রেলওয়ে স্টেশনের কোয়ার্টারে ওয়াটার রিজার্ভারের ট্যাংক ফেটে হচ্ছে জল অপচয়

“জলের অপর নাম জীবন ” একথা আমরা সকলেই জানি। কিন্তু তা সত্বেও কত জন মানুষ জল অপচয় করা থেকে বিরত থাকি তা হরফ করে বলা যায় না। যেখানে বিভিন্ন সচেতনতা মুলক শিবিরে বার বার জল অপচয় নিয়ে সরকারিভাবে সাধারণ মানুষকে পানীয় জল নিয়ে সচেতন করা হয়।সেখানে জলপাইগুড়ির বেলাকোবা রেলওয়ে স্টেশনের কোয়ার্টারে ওয়াটার রিজার্ভারের ট্যাংক ফেটে লাগাতার জল পড়ে অপচয় হচ্ছে।

 জলপাইগুড়ির বেলাকোবা স্টেশনের পাশেই কোয়ার্টারের জলের ট্যাংক অনেক উচুঁতে লোহার ফ্রেমে রাখা সেখান থেকে ট্যাংক ফেটে অনব্রত জল নিচে পড়ে যাচ্ছে।স্টেশনে যাওয়ার রাস্তার পাশেই এই জলের  ট্যাংক খুবই দৃষ্টিকটু অবস্থা। এতে সমস্যায় এলাকার মানুষ।

 এলাকার বাসিন্দা আল্পনা মাহাতো বলেন, প্রায় দুই তিন মাস ধরে এই সমস্যা, লাগাতার  জল পড়ে নষ্ঠ হচ্ছে বলে জানান তিনি । তিনি আরও জানান এই জল পড়ার দরুন এলাকার স্যাঁত  স্যাঁতে অবস্থা যার ফলে ছোট ছোট শিশুরাও সর্দিতে কাশি ভুগছে বলে জানান তিনি ।