সিএসআইআর-সিএমইআরআই-এর বিদ্যুৎচালিত কৃষি প্রযুক্তির উদ্বোধন

কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ–সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএসআইআর-সিএমইআরআই) তাদের লুধিয়ানাস্থ ‘ফার্ম মেশিনারি এক্সিলেন্স সেন্টার’-এ অত্যাধুনিক ই-ট্র্যাক্টর এবং ই-টিলার প্রযুক্তি উন্মোচন করেছে। দেশব্যাপী প্রদর্শনী সফরের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উপযোগী টেকসই কৃষি সমাধান তুলে ধরা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্জাব পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আদর্শ পাল বিজ। তিনি দীর্ঘমেয়াদী পরিবেশ রক্ষায় টেকসই কৃষি চর্চা ও ব্যবহৃত ব্যাটারির সঠিক নিষ্পত্তির গুরুত্বের ওপর আলোকপাত করেন।

সিএসআইআর প্রাইমা ইটি১১ ই-ট্র্যাক্টর (CSIR PRIMA ET11) ই-ট্র্যাক্টরসহ বৈদ্যুতিক কৃষিযন্ত্রগুলো কম কম্পন, সহজ রক্ষণাবেক্ষণ এবং শূন্য নির্গমনের মতো বৈশিষ্ট্যে সজ্জিত। সিএসআইআর-সিএমইআরআই-এর (CSIR-CMERI) ডিরেক্টর ড. নরেশ চন্দ্র মুর্মু জানান, এই যন্ত্রগুলি ডিজেলচালিত ট্র্যাক্টরের টেকসই বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারবে।

২৮ ফেব্রুয়ারি নয়াদিল্লি থেকে শুরু হয়ে চলমান এই দেশব্যাপী প্রদর্শনী সফরটি ১১টি শহর অতিক্রম করবে এবং শেষ হবে কন্যাকুমারীতে। এই উদ্যোগ ভারতের পরিচ্ছন্ন জ্বালানি লক্ষ্য ও কৃষিতে টেকসই উন্নয়ন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।