আম্ফানের বিধ্বংসী রূপের কথা এখনো কেউ ভোলেনি। সেই আতঙ্ক এখনও রয়েছে বাংলার মানুষের মনে! সাধারণ মে মাসেই আছড়ে পড়ে ঘূর্ণিঝড় গুলি? এবার আসতে চলেছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। এই ঘূর্ণিঝড় নিয়ে সতর্কবার্তা দিচ্ছে IMD।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ‘রেমাল’ এখনও নিম্নচাপ হিসেবে রয়েছে। চলতিমাসের ২৪ মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এমনটাই আভাস দিচ্ছে আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ অঞ্চলে প্রবেশ করবে।
ঝড়টি আমফানের থেকেও শক্তিশালী হবে বলে অনুমান করা হচ্ছে। তবে এই নতুন ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে আঘাত হানতে চলেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়টি। ‘রেমাল’ মে মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে