বর্ষ সমাপ্তির দিনে ভিড় জমে উঠেছে দার্জিলিংয়ে  

নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ে পর্যটকদের ভিড়। সকাল থেকেই আকাশ পরিস্কার থাকার কারণে দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ থেকে পষ্ট কাঞ্চনজঙ্গা দর্শন পেয়ে বারতি খুশি ঘুরতে আসা পর্যটকেরা। এই মুহূর্তে দাঁড়িয়ে দার্জিলিংয়ে তিল ধারনের জায়গা নেই বললেই চলে।

দার্জিলিঙে বিভিন্ন জিরো পয়েন্টে পর্যটকদের ঠল নেমেছে। সকাল থেকেই বাতাসিয়া লুপে পর্যটকদের ভিড় একদিকে যেমন কাঞ্চনজঙ্ঘার দর্শন এবং তার পাশাপাশি ট্রয় ট্রেনের জয় রাইডের আনন্দ নিতে দেখা গিয়েছে পর্যটকদের।