হনুমান জয়ন্তী উপলক্ষে জলপাইগুড়ির সমস্ত মন্দিরে উপচে পড়ছে ভক্তদের ভিড়

অতি প্রাচীন জলপাইগুড়ি মাসকালাই বাড়ি পঞ্চমুখী হনুমান মন্দিরে সকাল থেকেই ভক্তদের ঢল। পঞ্চমুখী হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী উপলক্ষে রৌদকে উপেক্ষা করি পুজো দিতে ভক্তদের দীর্ঘ লাইন। পুলিশি আটোশাটো  নিরাপত্তার ব্যবস্থা মধ্য দিয়ে জলপাইগুড়ি মাসকলায় বাড়ি পঞ্চমুখী হনুমান মন্দির সহ জলপাইগুড়ি কদমতলা এবং জেলার বিভিন্ন মন্দিরে ইয়ং মিস্টার সাথে চলছে পুজো অর্চনা।

৮ থেকে ৮০ ছোট থেকে বড় বহু ভক্ত সমাগম জলপাইগুড়ি জেলার বিভিন্ন মন্দির গুলোতে।সুদূর ঋষিকেশ থেকে আগত পঞ্চমুখী হনুমান মন্দিরের স্বামীজি ভারতভূষণ দাসজি মহারাজ বলেন বিশ্ব শান্তি দাসজী কামনার লক্ষ্যেই এই পুজো অর্চনা। সকলে মিলে মিশে শান্তিতে বসবাস করুক এই কামনা সকলের জন্য।