কোচবিহার এবিএন শীল কলেজে আয়োজিত হল প্রথম কর্মসংস্থান মেলা 2024

কোচবিহার:- কোচবিহার ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোচবিহার এবিএন শীল কলেজে প্রথমবার রোজগার মেলা ২০২৪ এর আয়োজন করা হলো শুক্রবার। উল্লেখ্য এক বছর আগে এই রোজগার মেলা নিয়ে কোচবিহার এবিএন শীল কলেজ ও কোচবিহার ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এর মধ্যে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

সেই মোতাবেক আজ কোচবিহার এবিএন শীল কলেজ এর কনফারেন্স রুমে রোজগার মেলার আয়োজন করা হয়। এই রোজগার মেলার মূল উদ্দেশ্য  কলেজ ছাত্র-ছাত্রীরা কিভাবে ক্যাম্পাসিং এর মাধ্যমে চাকরির সুযোগ পাবে বিভিন্ন কোম্পানিতে সেই সব বিষয়ে সচেতন করা।

এদিন এ বিষয়ে মূল উদ্যোক্তা দিলীপ বণিক বলেন, এক বছর আগেই কলেজের ছাত্র-ছাত্রীদের কিভাবে বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ করে দেওয়া হয় সে বিষয় নিয়ে এ বি এন শীল কলেজের সাথে একটি মৌচুক্তি হয়েছিল। সেই মোতাবেক এই দিনের এই রোজগার মেলার আয়োজন।