শিলিগুড়ি দেশবন্ধু পাড়া পাইপলাইন এলাকা থেকে আটক চার দুষ্কৃতী

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাত্রে চার দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। শিলিগুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে শিলিগুড়ির ৩০ নাম্বার ওয়ার্ডে দেশবন্ধু পাড়া পাইপলাইন এলাকায় ১০ থেকে ১২ জন দুষ্কৃতি শহরে অপরাধের ঘটনা সংঘটিত করতে জড়ো  হয়েছে।

গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় শিলিগুড়ি থানার পুলিশ। অভিযানে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় শিলিগুড়ি থানার পুলিশ। তবে বাকিরা পুলিশের অভিযানের আঁচ পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ধৃত চারজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের নাম-ঠিকানা জোগাড় করে তাদের খোঁজে চলছে তল্লাশি।

অপরদিকে ধৃত চারজনকে আজ শিলিগুড়ি মহাকুমা আদালতে পেশ করা হয়। শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম বিশাল হালদার, বাবাই কর্মকার,  দ্বীপ ছেত্রী এবং স্বপন রায়। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা নানান সরঞ্জাম।