হিমাচল প্রদেশের ধরমশালায় জি২০ আআইআইজি কনফারেন্স

হিমাচল প্রদেশের ধরমশালায় ভারতের জি২০ প্রেসিডেন্সির আওতায় দুইদিনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইনিশিয়েটিভ কনফারেন্স (আরআইআইজি কনফারেন্স) হচ্ছে। আলোচ্য বিষয় হল ‘ইকো-ইনোভেশন ফর এনার্জি ট্রানজিশন’। এর আগে আরআইআইজি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে রাঁচি ও ডিব্রুগড়ে।

ধরমশালার কনফারেন্সে ‘ডেভেলপিং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনার্জি কনজার্ভেশন সিস্টেমস’ নিয়ে আলোচনা হয়েছে। দুইদিনের কনফারেন্সে জি২০ সদস্য দেশ, আন্তর্জাতিক সংগঠন ও বিজ্ঞান জগতের আমন্ত্রিত বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। প্রথম দিন চারটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সে পৌরহিত্য করেন কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের সচিব শ্রীবরি চন্দ্রশেখর। ‘এনার্জি ট্রানজিশন ইন ইন্ডিয়া’ বিষয়ে বক্তৃতা করেন বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিনিধি ডিপি শ্রীবাস্তব।

এরপর, আইআইটি মাদ্রাজের ‘ডিন অব ইন্টারন্যাশনাল রিলেশন্স’ প্রফেসর রঘুনাথন রঙ্গস্বামী জি২০ এডুকেশন ওয়ার্কিং গ্রুপের একটি বিবৃতি পেশ করেন।