G20: শ্রীনগরে তৃতীয় পর্যটন ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষ হয়েছে

২৪ মে বুধবার শান্তিপূর্ণ ভাবে শেষ হল জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিত G20-র তৃতীয় ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক। শেষ দিনে বিদেশি প্রতিনিধিরা বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন। তিন দিনব্যাপী এই বৈঠকে বিভিন্ন দেশের ৫৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। বলাবাহুল্য, ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয়ে যায়। তারপর এই বৈঠকই হল এই অঞ্চলে আয়োজিত প্রথম বড় আন্তর্জাতিক ইভেন্ট।

বৈঠকের শেষ দিনে, বিদেশী প্রতিনিধি এবং ভারতের G20 শেরপা অমিতাভ কান্ত রয়্যাল স্প্রিংস গলফ কোর্সে গলফ খেলেন। পরে প্রতিনিধিরা ঐতিহাসিক মুঘল গার্ডেন এবং ডাল লেকের তীরে ১২টি সোপান বিশিষ্ট সুন্দর নিশাত গার্ডে পরিদর্শন করেন। নিশাত গার্ডেন পরিদর্শনের সময়, প্রতিনিধিরা ঐতিহ্যবাহী কাশ্মীরি পোশাক পরে ছবিও তোলেন। 

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, শ্রীনগরে G20-র ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক প্রমাণ করে যে জম্মু ও কাশ্মীর যেকোনো আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করতে সক্ষম।