দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। পুজোর সময় পর্যটকদের কথা চিন্তা করে এবার নতুন পরিকল্পনা করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।
পাহাড়ে এবার এই রাষ্ট্রীয় পরিবহন সংস্থা শুরু করতে চলেছে বাস পরিষেবা। মাত্র ১৪৩ টাকাতেই করতে পারবেন দার্জিলিং ভ্রমণ! উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম কিছুদিনের মধ্যেই জলপাইগুড়ি থেকে বাস পরিষেবা শুরু করতে চলেছে দার্জিলিং পর্যন্ত।
মাত্র ১৪৩ টাকার টিকিট কাটলেই বাসে করে পৌঁছে যাওয়া যাবে দার্জিলিং। এনবিএসটিসি-র আধিকারিকরা জানাচ্ছেন, এই রুটে আগে বাস পরিষেবা চালু থাকলেও বিভিন্ন সমস্যার কারণে বন্ধ হয়ে যায়। তবে আবার নতুন করে এই রুটে চালু হচ্ছে বাস পরিষেবা। বাস ছাড়ার সময় ও গন্তব্যে পৌঁছানোর সময় যাতে ঘড়ির কাঁটা মেনে হয় সেই দিকে নজর রাখা হবে।