সিকিম চালককে হেনস্থা,থানায় এসে বিক্ষোভ চালকদের

বাংলায় প্রবেশ করলেই শুরু হয় সিকিম গাড়ির উপর নানান ভাবে হেনস্থা।প্রশাসনিক থেকে শুরু করে সিন্ডিকেট ভাবে তাদের হেনস্থা করা হয় বলে অভিযোগ করে চালকের একাংশ।দুদিন আগে এনজেপিতে এক সিকিম চালককে হেনস্থার অভিযোগ ওঠে এনজেপি সিন্ডিকেটের বিরুদ্ধে।

অভিযোগ,প্যাসেঞ্জার নিয়ে সিকিম যাওয়ার সময় সিকিম চালকের কাছ থেকে টাকা চাওয়া হয়,তা দিতে ওই অস্বীকার করলে তাকে হেনস্থা করা হয়।তারই প্রতিবাদে সিকিম চালক সংগঠন ও শিলিগুড়ি,বাগডোগরার বেশ কিছু চালক সংগঠন এনজেপি থানায় এসে বিক্ষোভ পদর্শন করে।

পাশাপাশি অভিযুক্তর শাস্তির দাবি জানান তারা।সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে,এনজেপিতে সিন্ডিকেট রাজ আজও অব্যাহত।প্রতিনিয়ত চালকদের কাছ থেকে অনৈতিক ভাবে টাকা আদায় করে।শুধু তাই নয়,এ রাজ্যের ট্রাফিক পুলিশও তাদেরকে নানান ভাবে হেনস্থা করে।অন্যদিকে,সিকিম চালকদের হেনস্থার নিন্দা করে এনজেপি ট্যাক্সি এসোসিয়েশন।তারা জানান সিকিম ও বাংলা একে অপরের পরিপুরক।তাই সমস্থ বিষয় আলোচনার মধ্য দিয়েই সমাধান করা উচিত।