গৃহবধূকে অন্য পুরুষের হাতে তুলে দিলো স্বামী

ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র মনু এলাকার বাসিন্দা নয়ন সাহা এর সহধর্মীনি এক যুবকের সঙ্গে পরকীয়ায় আবদ্ধ হয়। সুত্রের খবর অনুযায়ী নয়ন ও ওর মা প্রতিনিয়ত গৃহবধূর উপর মানসিক ও শারিরিক যন্ত্রনা করতো বলে অভিযোগ। নিজের মনের শান্তি খুঁজে পেতে গৃহবধূ অন্য এক যুবকের সঙ্গে ভালোবাসায় আবদ্ধ হয়।

যুবকের সঙ্গে প্রতিনিয়ত দেখাশুনার বিষয় টি জানতে পারে নয়ন ও এলাকাবাসী। অবশেষে এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় দুইজনকে একই সাথে আটক করে স্থানীয়রা। পরবর্তী সময় সকলের উপস্থিতিতে স্থানীয় একটি কালী মন্দিরে সামাজিক ভাবে গৃহবধূকে যুবকের হাতে তুলে দেওয়া হয়।  

স্বামী নিজে সামনে দারিয়ে থেকে নিজ সহধর্মীনিকে যুবকটির হাতে তুলে দেয়। অপর দিকে এই বিয়েকে হাসিমুখে মেনে নেয় যুবক ও গৃহবধূ। উনারা জানান এই বিয়েতে উনাদের কোনো প্রকার আপত্তি নেই। স্বামী নয়ন এর এই বিয়েতে কোনো প্রকার অমত নেই বলে জানায়। স্থানীয় লোকজনদের দাবি গৃহবধূ  এইবার একটু স্বস্তি খুঁজে পাবে।