বুধবার সকাল থেকে ফুলবাড়ি সীমান্ত দিয়ে শুরু হলো ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি

শিলিগুড়ি:- অবশেষে ফুলবাড়ি সীমান্ত দিয়ে শুরু হলো ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি। বুধবার সকাল থেকে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্ত দিয়ে শুরু হলো ভারত বাংলাদেশের মধ্যে আমদানি ও রপ্তানি। আর এতে স্বস্তিতে ব্যবসায়ীমহল। তবে এই তিন দিনে অন্তত চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ব্যবসায়ী মহল সূত্রে।

৪ঠা আগস্ট থেকে সীমান্ত দিয়ে আমদানি ও রপ্তানি প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। সীমান্ত বন্ধ হতেই সীমান্তের কাছেই সারি সারি লাইন দিয়ে ট্রাকগুলি অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। টানা তিনদিন সীমান্তে থাকার পর এদিন সকাল থেকে ফের সীমান্ত পার করে শুরু হয় আমদানি রপ্তানি।

আর পরিস্থিতি স্বাভাবিক হতেই স্বস্তি ফিরেছে ট্রাক চালক থেকে ব্যবসায়ীমহলের মধ্যে। তা না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা ছিল। তবে এদিন সকাল থেকে শুধু মাত্র ভুটানের গাড়ি বাংলাদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়।