কালীপুজো উপলক্ষে বিভিন্ন এলাকায় সুদৃশ্য পাহাড় তৈরি করে কচিকাঁচার দল

কালীপুজোর আগেই অসংখ্য পাহাড়ে সেজে উঠছে সংস্কৃতির‌ শহর জলপাইগুড়ি। আজও এই শহরের মানুষকে কাছে টানে শতাব্দী প্রাচীন পাহাড় সংস্কৃতি। কালীপুজো উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় সুদৃশ্য পাহাড় তৈরি করে কচিকাঁচার দল। এমনকি পাহাড় তৈরির প্রদর্শনীতে মেতে ওঠেন বড়রাও। যদিও‌ মোবাইল জমানায়‌ এই সংস্কৃতি এখন অনেকটাই হারিয়ে যাওয়ার পথে।

মূলত নিজেদের বাড়িতে ও পাড়ার মোড়ে পাহাড় তৈরি করে তারা। শহরের সেনপাড়া, অরবিন্দনগর, রায়কতপাড়া, জয়ন্তীপাড়া, পাণ্ডাপাড়া, বিবেকানন্দ‌পাড়া ও তেলিপাড়া সহ বিভিন্ন এলাকায় বেশ আকর্ষণীয় পাহাড় গড়ে তোলা হয়েছে এবার। পাহাড় সংস্কৃতির আনন্দে ছোটদের মেতে উঠতে দেখে‌ দারুন খুশি বড়রাও। মাটি, কাপড় ও চট দিয়ে মূলত তৈরি করা হয়েছে কাঞ্চন‌জঙ্ঘা সহ ছোট বড় কৃত্রিম পাহাড়।

রকমারি খেলনা দিয়ে সেই পাহাড়কে সাজিয়ে তোলা হয়েছে। সেখানে লাগানো হয়েছে বিদ্যুতের খুঁটি। এছাড়া রয়েছে নদী, গুহা আরও কত কি। নানা রকমের গাড়ি সহ বিভিন্ন রকমের খেলনা দিয়ে পাহাড় সাজিয়ে তুলেছে শিশুরা। পাশাপাশি রয়েছে বনমানুষ, হাতি, বাঘ, ভালুক, হরিণ, বাইসন সহ বিভিন্ন রকমের পাখি।