আলিঙ্গনের জগদ্ধাত্রী পূজার সময় দৃশ্যমান হবে মায়াপুর ইসকন মন্দির

শিলিগুড়ি : প্রত্যেকবারের মতো এবারও শিলিগুড়ির ওল্ড মাটিগাড়ায় হতে চলেছে আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজো। এবার তাদের এই পুজো ১৫ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সে কথায় জানালেন উদ্যোক্তারা।এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জগদ্ধাত্রী পূজা কমিটির প্রেসিডেন্ট সুব্রত চক্রবর্তী, সেক্রেটারি স্বপন গুহ নিয়োগী, কালচার সেক্রেটারি তনুজ কুমার দে সহ অন্যান্যরা। মূলত এবার আলিঙ্গনের পূজো ১৫ তম বর্ষে পদার্পণ করছে।

আগামীকাল এই পুজোর এবারের শুভ উদ্বোধন করবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, এছাড়াও উপস্থিত থাকবেন আইআরএসএমই সিনিয়র ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সুলভ বিস্ট সহ অন্যান্য এনেফ রেলওয়ের উচ্চ পদস্থ আধিকারিকরা। এদিন সাংবাদিক বৈঠকে উদ্যোক্তারা জানান এই পুজো বরাবরের মতো এবারও বেশ বড় আকারে করা হচ্ছে। মূলত মায়াপুরের ইসকন মন্দিরের আদলে করা হচ্ছে মন্ডপ সজ্জা।

পাশাপাশি শিলিগুড়ির কুমারটুলি থেকে আনা হচ্ছে প্রতিমা। এছাড়াও আলোকসজ্জা থাকছে চোখে পড়ার মতো। মোট ১০ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে এবার এই পূজো। পাশাপাশি পুজো চলাকালীন থাকতে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক উদ্যোগ এবং সকলের জন্য থাকছে বিশেষ ভোগের আয়োজন।